না*বা*লিকাকে ধ*র্ষণ-খু*নের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁ*সির আদেশ বারুইপুর দায়রা আদালতের

30

দক্ষিণ ২৪ পরগনা, ৭ ডিসেম্বরঃ জয়নগর নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ। আপনাদের মনে থাকবে, গত ৪ অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার মেয়েটিকে ভুলিয়ে-ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবং তারপর ধর্ষণ এবং তারপর শ্বাসরোধ করে খুন করে।

ঘটনার তদন্তে ‘সিট’ গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এস.পি পলাশ ঢালীর নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সম্বলিত চার্জশিট। মামলায় স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে।

বিচার শুরু হয় ৫ নভেম্বর। মাত্র ২১ দিনের মধ্যে সম্পন্ন হয় বিচারপ্রক্রিয়া। আজ, কিছুক্ষণ আগে মামলার রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন ‘পিওসিএসও’ কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না, কিন্ত অভূতপূর্ব দ্রুততায় যে তাকে এবং তার পরিবারকে আমরা ‘জাস্টিস’ দিতে পেরেছি। দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি। এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি।