খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ অগাস্টঃ এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারত। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন করা হয়েছে। চোট সারিয়ে দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরেছেন। দলে নতুন মুখ তিলক বর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।
এছাড়া আরও বড় চমক হল ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। সোমবার বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিকও। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কী রকম সেই তথ্য দেন তিনি।
পরে সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন আগরকর ও রোহিত। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দল এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচটি হবে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।
এশিয়া কাপে একই গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। এশিয়া কাপে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। এবার এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে।
ভারতের ১৭ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (রিজার্ভ)।