খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, নয়াদিল্লি: ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে খেলতে নামবে ভারত। তার আগে তড়িঘড়ি বোলিং কোচের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। তবে পূর্ণ সময়ের জন্য নয়, অন্তর্বর্তীকালীন কোচ হিসাবেই কাজ করবেন প্রাক্তন ভারতীয় স্পিনার সাইরাজ বাহুতুলে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মরকেলকে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে চেয়েছেন গৌতম গম্ভীর। সেই আবেদন মঞ্জুরও হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে মরকেলকে পাশে পাবেন না গম্ভীর। শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে তিনি দলে যোগ দেবেন।
সেই সিরিজ়ে দু’টি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেপ্টেম্বর-অক্টোবরে এই সিরিজ় হওয়ার কথা। সহকারী কোচ হিসাবে শ্রীলঙ্কা সফরে গম্ভীরের পাশে থাকছেন অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখতে। বাহুতুলে এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত।
অতীতে তিন বছর বাংলার কোচ হিসাবে কাজ করেছেন। তার পরে আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন। বাহুতুলে, যিনি ভারতের হয়ে ১৯৯৭-২০০৩ সালের মধ্যে দু’টি টেস্ট এবং আটটি ওয়ানডে খেলেছিলেন এবং পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। ১৮৮টি প্রথম-শ্রেণীর ম্যাচে তিনি ৬৩০ উইকেট নিয়েছিলেন এবং ৬১৭৬ রান করেছেন।