খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে শনিবার। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে দুপুর ১২.৩০টার সময় দলের সদস্যদের নাম জানানো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মাই। তিনি সাংবাদিক বৈঠক করবেন। সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। নানা প্রশ্নেরও উত্তর দেবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলও একই সঙ্গে ঘোষণা করা হবে। তবে একদিনের সিরিজের আগে পাঁচ মাসের টি-২০ সিরিজ খেলবে সূর্যকুমার যাদবরা। ২২ জানুয়ারি কলকাতায় প্রথম টি-২০। শনিবার দল কলকাতায় চলে আসবে। পরের দিন থেকে শুরু হবে প্রস্তুতি। বাকি ম্যাচগুলো হবে চেন্নাই, রাজকোট, পুনে এবং মুম্বইয়ে। ৬ ফেব্রুয়ারি থেকে একদিনের সিরিজ শুরু।
তবে ভারতের আসল চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, নিউ জ়িল্যান্ড এবং বাংলাদেশ। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। যদিও হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই।