বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দিনহাটা জোনের সাধারণ সভা

70

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, দিনহাটাঃ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দিনহাটা জোন কমিটির ২৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হল। রবিবার স্হানীয় বয়েজ রিক্রিয়েশন ক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব।

সভাপতি নির্বাচিত হন অভিজিৎ সাহা, সম্পাদক নির্বাচিত হন রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ দে, ট্রেজারার নির্বাচিত হন প্রদীপ কুমার সরকার। এদিন মোট 27 জনের কার্যকরী কমিটি গঠন হয় আগামী 2 বছরের জন্য।