রাত পোহালেই সিতাই, মাদারিহাট সহ রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন, বুথে বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ নভেম্বর, কলকাতা:  রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন। ভোটগ্রহণ হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা মজুত রেখেছে।ইতিমধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ওই ছয় কেন্দ্রে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি, ভোটের দিন বিভিন্ন বুথে মোতায়েন করা হবে ১০২ কোম্পানি বাহিনী। সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালড্যাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় বাহিনী টহল দেবে রাস্তায়।

১০২ কোম্পানি বাহিনী থাকবে বুথের নিরাপত্তার দায়িত্বে। ভোট শেষে স্ট্রংরুম গার্ড দেবে ছয় কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছে, ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোট দেড় হাজারেরও বেশি (১৫৮৩টি) ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুর আসনে।

কমিশন জানিয়েছে, সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্র রাখা হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এ বারের ভোটে কোন শিবির ক’টি আসন পায়, সে দিকেই নজর বঙ্গবাসীর। ২৩ নভেম্বর উপনির্বাচনের ফলঘোষণা হবে।