পুজো দিতে গিয়ে দুর্ঘটনার কবলে মধুমিতা, কেমন আছেন অভিনেত্রী?

69

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, কলকাতা: ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। নিমতলা ঘাটে ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ে আচমকা একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে অভিনেত্রীর গাড়ির ধাক্কা লাগে।  বরাতজোরে প্রাণরক্ষা পায় তাঁর।

জানা গিয়েছে সোমবার সকালে প্রিন্সেপ ঘাটে শুটিং ছিল মধুমিতার। শুটিং শুরু হওয়ার আগে কিছুক্ষণের জন্য সময় ফাঁকা পেয়েছিলেন তিনি। সেই সময়েই ভূতনাথ মন্দিরে যাবেন বলে ঠিক করেন। আর তখনই মন্দিরে যাওয়ার পথে ঘটে বিপদ। একটুর জন্য প্রাণে বেঁচে যান অভিনত্রী। দুঘর্টনাস্থল থেকেই ফেসবুক লাইভে অভিজ্ঞতার কথা জানান মধুমিতা। তাঁর কথায়, “আমার সঙ্গে মহাদেব আছেন। তাই অল্পের উপর দিয়ে গেল।”

অভিনেত্রী জানিয়েছেন, গাড়ির পিছনের সিটে বসেছিলেন তিনি। আচমকাই একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। কোনওক্রমে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ভগবানের উপর আস্থা রেখেছেন তিনি। দুর্ঘটনার পরও মন্দিরে গিয়ে পুজো দেন। দুর্ঘটনার জেরে মধুমিতার গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘাতক গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁকে আটকানো হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। পরে অন্য একটি গাড়িতে করে অভিনেত্রী পুজো দিতে যান।