খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাইঃ ভিনরাজ্যে বাঙালি হেনস্তা! আজ তার প্রতিবাদেই কলকাতায় মিছিল। ফের রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ২ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানা যাচ্ছে। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বারে বারে অভিযোগ উঠছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বাংলার অপমানের প্রতিবাদে ওই মিছিল করছেন তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অন্দরে বারেবারে মমতা-অভিষেক দূরত্ব তত্ত্ব মাথাচারা দিতে দেখা গেছে। আজ এই মিছিলে মমতা অভিষেকের একসঙ্গে অংশ নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’আজ প্রতিবাদে পথে নামবেন তিনি। এদিকে এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে কলকাতা। রাস্তায়র দুপাশে পাহারায় থাকবেন হাজারেরও বেশি পুলিশ কর্মী। এছাড়াও আজ জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি থাকবে তৃণমূলের।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।