ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতাঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান মনোজ। অর্থাৎ বাংলার হয়েও তাঁকে আর খেলতে দেখা যাবে না।

ফেসবুক পোস্টে মনোজের বার্তা, ”ক্রিকেটকে বিদায়। এই খেলাটা আমাকে সবকিছু দিয়েছে। আজ জীবনে যা কিছু পেয়েছি, সবটাই ক্রিকেটের জন্য।” বিদায়বেলায় নিজের কোচ মানবেন্দ্র কোচকে ধন্যবাদ দিয়েছেন মনোজ। নিজের বাবা-মা, স্ত্রী-সহ সমর্থকদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

দেশের হয়ে ১২টি এক দিনের ম্যাচ খেলেছেন মনোজ। ২৮৭ রান করেছেন। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে তাঁর। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে চোট আঘাত। যার ফলে তিনি টানা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে দীর্ঘদিন বাংলা দলের অধিনায়ক ছিলেন তিনি। একাধিকবার বাংলাকে রনজি ট্রফির ফাইনালে তুলেছেন।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ। রয়েছে ২৯টি শতরান, ৪৫টি অর্ধশতরান। কয়েক বছর আগেই রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। শিবপুরের বিধায়ক তিনি। রাজ্যের ক্রীড়া দপ্তরেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মনোজ।