খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, দার্জিলিংঃ “ভোটের সময় পাহাড়ে পর্যটকদের মতো বিজেপি এসে গোর্খল্যান্ড দেব বলে, জিতে চলে যায়। পাহাড়ের মানুষকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেইনি।তাই আজ পাহাড়ের মানুষ আমার সাথে। ” পাহাড়ে বিপুল জয়ের পর বললেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সভাপতি অনিত থাপা। দার্জিলিং জেলা ও কালিম্পং জেলায় বিপুল ভোটে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
২২বছর পর পঞ্চায়েত ব্যাবস্থা ফিরে আসতে চলেছে দার্জিলিং জেলায়। কালিম্পং জেলা হওয়ার এবার প্রথম পঞ্চায়েত নির্বাচন। পাহাড়ের মানুষের উন্নয়ন বার্তা নিয়ে জয়ের চরম শিখরে আঞ্চলিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনিত থাপা আরও বলেন, “আমি কেন্দ্রের দাবি নিয়ে মানুষের কাছে যাই নি। আমি পাহাড়ের উন্নয়ন, বিকাশ নিয়ে মানুষের কাছে গিয়েছি।”