ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা মিছিল সংঘটিত করে কোচবিহার শহর পরিক্রমা করে

17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা মিছিল সংঘটিত করে কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টি অফিসে শেষ করে।

তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা দিয়েছে তা পশ্চিম বাংলার মানুষের কাছে এসে পৌঁছায়নি। তারা এও অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় সরকারের তরফে যে ১৬ হাজার কোটি টাকা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য দিয়েছে, সেই টাকা রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার নয়ছয় করেছে এবং যার জন্য সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তারই প্রতিবাদে তাদের এই মিছিল।