গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তীদেবী, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন ভাস্বর

41

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, কলকাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বাড়ির মধ্যে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী রয়েছেন। কাজ করতে না পেরে ভুগছেন অর্থকষ্টেও। চিকিৎসা করার অর্থও নেই। এহেন পরিস্থিতিতে অর্থসাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ফেসবুকে এনিয়ে পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা।

বাসন্তীদেবীর জন্য নিজের সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ভাস্বর লেখেন, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।’ ‘সরকারের কাছে সাহায্য চেয়ে ভাস্বর লেখেন, ‘প্রতি বারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তা হলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’

বাসন্তীদেবীর বয়স প্রায় ৮৫। ছোটপর্দার একাধিক ধারাবাহিকে মা, ঠাকুমার ভূমিকায় দেখা গিয়েছে অশীতিপর বাসন্তী চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এখানেই তাঁর ছেলের ভূমিকায় রয়েছেন ভাস্বর। বাংলা ছবির স্বর্ণযুগে দাঁপিয়ে কাজ করেছেন বাসন্তীদেবী।  কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে অভিনয় করেছেন। তাঁকে দেখা গিয়েছেন ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ সব বহু ছবিতে অভিনয় করেছেন।