বিহার বিধানসভা নির্বাচন: বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, তালিকায় ৭১ জন প্রার্থী

64

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ অক্টোবরঃ বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল তাদের প্রথম প্রার্থিতালিকা। মোট ৭১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দল। এই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছেন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহ। তবে চমক হিসেবে বাদ পড়েছেন বিধানসভার স্পিকার এবং বর্ষীয়ান বিজেপি নেতা নন্দকিশোর যাদব।

উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এ বার ভোটে দাঁড়াচ্ছেন তার পারিবারিক শক্ত ঘাঁটি তারাপুর থেকে। উল্লেখযোগ্যভাবে, এই আসনটি গত দেড় দশক ধরে নীতীশ কুমারের দল জেডিইউয়ের নিয়ন্ত্রণে ছিল। ২০২১ সালের উপনির্বাচনেও জেডিইউ বিজয়ী হয়েছিল এখান থেকে। তবে এনডিএ-র আসন বণ্টন চুক্তির ভিত্তিতে এবার আসনটি বিজেপির হাতে এসেছে। সম্রাটের বাবা শকুনি চৌধরি এবং মা পার্বতী দেবী দু’জনেই অতীতে এই আসনের প্রতিনিধি ছিলেন।

পাশাপাশি, উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিংহও তার পুরনো কেন্দ্র লখীসরায় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১০ সাল থেকে টানা তিনবার এখান থেকে জিতে আসছেন তিনি। তাঁর উপস্থিতি বিজেপি সংগঠনের স্থিরতা ও অভিজ্ঞতার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

তবে প্রথম প্রার্থিতালিকা থেকে বাদ পড়েছেন নন্দকিশোর যাদব, যিনি দীর্ঘ দেড় দশক ধরে পটনা সাহিবের বিধায়ক ও বর্তমান স্পিকার। বিজেপি পটনা সাহিব আসনে প্রার্থী দিয়েছে ঠিকই, কিন্তু টিকিট পেয়েছেন নতুন মুখ রত্নেশ কুশওয়াহা। এই সিদ্ধান্তে দলীয় অন্তঃকলহ তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রথম তালিকায় আরও আছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারাকিশোর প্রসাদ (কাটিহার), রামকৃপাল যাদব (দানাপুর), প্রেম কুমার (গয়া), মঙ্গল পাণ্ডে (সিওয়ান) এবং অলোকরঞ্জন ঝা (সহরসা)। এর মাধ্যমে বিজেপি একদিকে পুরনো অভিজ্ঞ নেতাদের প্রতি আস্থা রেখেছে, অন্যদিকে কিছু নতুন মুখকে সুযোগ দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

তালিকা প্রকাশের কিছু আগে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি সমাজমাধ্যমে জানান, এনডিএ জোটের আসন বণ্টন আলোচনার ইতিবাচক সমাধান হয়েছে। তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামছে।

এনডিএ জোটে বিজেপি ও জেডিইউ সমান ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এলজেপি (রামবিলাস পাসোয়ান গ্রুপ) ২৯টি আসনে, এবং জিতনরাম মাঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা ছয়টি করে আসনে লড়বে।

ভোটের সময়সূচি:

প্রথম দফা: ৬ নভেম্বর (১২১টি আসন)

গেজেট বিজ্ঞপ্তি: ১০ অক্টোবর

মনোনয়ন জমা: ১৭ অক্টোবর পর্যন্ত

যাচাই: ১৮ অক্টোবর

নাম প্রত্যাহার: ২০ অক্টোবর পর্যন্ত

দ্বিতীয় দফা: ১১ নভেম্বর (১২২টি আসন)

গেজেট বিজ্ঞপ্তি: ১৩ অক্টোবর

মনোনয়ন জমা: ২০ অক্টোবর পর্যন্ত

যাচাই ও প্রত্যাহার: ২৩ অক্টোবর পর্যন্ত

গণনা: ১৪ নভেম্বর

বিহারের এই নির্বাচন শুধু রাজনৈতিক শক্তি-পরীক্ষাই নয়, বরং এনডিএ বনাম মহাগঠবন্ধন জোটের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের লড়াই। বিজেপির প্রথম তালিকা প্রকাশের পর রাজনীতিক মহলে জোর চর্চা—অনেক প্রতিষ্ঠিত মুখকে রেখে নতুনদের প্রতি দল কতটা ঝুঁকে? এবার অপেক্ষা শুধুই প্রচারের তীব্রতা এবং ভোটের ময়দানে রণকৌশল দেখার।