খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি: শনিবার কোচবিহার পৌরসভার সামনে কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে বীর চিলা রায়ের ৫১৩ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান।
এদিন কোচবিহার পৌরসভার পাশে অবস্থিত চিলা রায়ের মূর্তির সামনে তার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিলা রায়ের মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সহ রয়েল ফ্যামিলির সদস্যরা।
চিলা রায়ের জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে এই দিনটিকে ছুটি ঘোষণা করার পাশাপাশি পাঠ্যপুস্তকে চিলা রায়ের বিষয় তুলে ধরার আবেদন জানানো হয়।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিশ্ববীর চিলা রায়ের ৫১৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ কোচবিহার চকচকা চেকপোস্টে তার নবনির্মিত মূর্তিতে মাল্যদান করে তাকে আজ সম্মান জানানো হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৯ শে জানুয়ারি এই বীর চিলারায় এর মূর্তির শুভ উদ্বোধন করেন। এবং তার নবনির্মিত মূর্তি এখানে স্থাপন করা হয়। বলে তিনি জানান।