খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ মে, কলকাতা: বারবার না করা সত্ত্বেও দেওয়া হয়েছে ভোটের ডিউটি৷ তাই ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের মহিলা কর্মী। জানা গিয়েছে সিউড়ি সাইবার ক্রাইম থানায় পোস্টিং ছিল ওই মহিলা এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর) ছবিলা খাতুনের। ভোটের কারণে তাঁকে পাঠানো হয় বাঁকুড়ার ইন্দাসে।
কিন্তু, ওই পুলিশ কর্মীর দাবি, তাঁর মায়ের শারীরিক অবস্থা ভাল নয়। সে কারণে তাঁকে যাতে ভোটের ডিউটি না দেওয়া হয় সেই অনুরোধ করেছিলেন। তাঁর অভিযোগ, সিনিয়ররা তাঁর কথায় কর্ণপাত করেননি। তাঁকে বাঁকুড়াতে ভোটের ডিউটি দেওয়া হয়। প্রতিবাদে এদিন দুপুরে ফেসবুক লাইভে এসে সে কথা জানান তিনি। লাইভ চলাকালীনই ব্লেড দিয়ে কেটে ফেলেন হাত।
কাঁদতে কাঁদতে জানালেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন কয়েক জন পুলিশ আধিকারিক। যদিও ফেসবুক লাইভেই দেখা গেল এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি নিয়ে নেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বীরভূমের পোস্টিং রয়েছে এই মহিলা পুলিস কর্মী৷
তিনি ‘স্বপ্নপুরি’ নামে একটি বৃদ্ধাশ্রমও চালান। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ মহলেও আলোড়ন পড়ে যায়। এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘এই ঘটনাটি আমাদের কানে এসেছে। আমরা গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখছি।’