নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দীর্ঘ কয়েক বছর পর কোচবিহার জেলা কংগ্রেসে পূরণ হলো সভাপতির শূন্যপদ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎ সরকার। তাঁর হাতে দায়িত্বভার অর্পণ হওয়ার পর কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা। নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ সরকারকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মীরা। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কোচবিহার জেলা কংগ্রেস আবারও নতুন উদ্যমে সংগঠিত হবে এবং দলকে শক্তিশালী করে তুলবে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ সরকার বলেন, “কোচবিহারের কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের মূল শক্তি। আমি সকলের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।”তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বার্থে দলের ভূমিকা বাড়ানো এবং তৃণমূল স্তরে সংগঠন মজবুত করাই তাঁর প্রধান লক্ষ্য।
অন্যদিকে, জেলা কংগ্রেসের একাধিক নেতা মনে করছেন, নতুন সভাপতির নেতৃত্বে সংগঠনের জট খুলবে এবং আসন্ন দিনে রাজনৈতিক কার্যকলাপে গতি আসবে। কংগ্রেসের এই পুনর্গঠনকে ঘিরে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।