উদয়ন গুহর কনভয়ে বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত দিনহাটা

0
77

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, দিনহাটাঃ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল দিনহাটার শালমারায়। সূত্রের খবর, এদিন নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন শেষে দিনহাটায় ফিরছিলেন মন্ত্রী। অভিযোগ, সেই সময় তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়।

শাসকদলের দাবি, মন্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি।  সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা। দাঁড়িয়ে যায় কনভয়। যদিও এই ঘটনায় কেউ জখম হননি বলেই খবর তৃণমূল সূত্রে। উদয়ন বলেন, ‘‘নাজিরহাট যাওয়ার সময় কনভয়ের সামনে বোমা ছোড়া হয়েছে। আমার গাড়ির সামনে আরও দু’টি গাড়ি ছিল। বাইকে করেও অনেকে যাচ্ছিলেন। যদিও কারও কিছু হয়নি। বিজেপির লোকেরাই এই কাজ করেছে।’’

অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ করছেন উদয়ন গুহ। শালমারা গ্রাম পঞ্চায়েত এলাকায়  তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন উদয়নবাবু। ’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here