খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, কোচবিহার: তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ এক ব্লকের অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বটতলা ৯/১৮৮ নং বুথে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ পৌঁছে বোমার সরঞ্জামগুলো উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
তৃণমূলের অন্দরান ফুলবাড়ি ১ নং অঞ্চল সভাপতি বিষ্ণু বর্মনের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বোমার আঘাতে কার্যালয়ের কাপড়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান। অপর দিকে বিজেপি জেলা সম্পাদক উজ্জ্বলকান্তি বসাক বলেন, ‘এই ঘটনার সাথে বিজেপি জড়িত নয়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মিথ্যে নাটক করছে তৃণমূল।’