খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, তুফানগঞ্জ: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মহিষকুচি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আহত তৃণমূল কর্মীর নাম দিলীপ প্রধান। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, দিলীপের ওপর অতর্কিতে লাঠি, বল্লম নিয়ে আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। জখম অবস্হায় তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলেও তৃণমূলের তরফে জানানো হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করে বিজেপির বিধানসভা কেন্দ্রের কনভেনার বিমল পাল দাবি করেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছে তৃণমূল কংগ্রেস।