খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, নয়াদিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক দিলেন মোদি-শা। দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে এবার বসানো হল মুসলিম নেতাকে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুরকে BJP-র সর্বভারতীয় সহ সভাপতি ঘোষণা করা হল শনিবার।
মন্ত্রিসভায় সংখ্যালঘু সদস্য না থাকায় একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে। তাই এবার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে অন্যতম শীর্ষ পদে এনে বড় চাল দিল বিজেপি নেতৃত্ব এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
CAA এবং NRC বিরোধী বিক্ষোভে AMU যখন উত্তাল, সেসময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন তারিক। আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব মুসলিম বুদ্ধিজীবীদের পছন্দ করেন, তাঁদের তালিকায় সবার উপরে ছিল তাঁর নাম। সম্ভবত সেকারণেই তাঁকে দলের কেন্দ্রীয় পদাধিকারীদের মধ্যে আনা হল।
এর আগে উত্তরপ্রদেশের বিধান পরিষদেরও সদস্য করা হয়েছিল তাঁকে। সংখ্যালঘুদের মধ্যে উপেক্ষিত পসমন্দা মুসলিম সমাজের প্রতিনিধি তিনি। আর বিজেপি দীর্ঘদিন ধরে এই পসমন্দাদের মন জয়ের চেষ্টা করছে। লোকসভায় উত্তরপ্রদেশের প্রায় ৩০ আসনে বড় ফ্যাক্টর মুসলিমরা।
৩০টি আসনের মধ্যে ১৫ থেকে ২০টিতে এই পসমন্দাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমর্থন হারজিত নির্ধারণ করতে পারে। ফলে পসমন্দাদের সমর্থন পেতে তারিক মনসুরকেই প্রচারের মুখ করতে চাইছে পদ্ম শিবির। সম্ভবত সেকারণেই বাড়তি গুরুত্ব পাচ্ছেন তারিক।