খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই: রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু। শনিবার বিধানসভায় এসে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় নির্বাচন আর হচ্ছে না। বিজেপির ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগামী ২৪ জুলাই বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে না। তৃণমূলের তরফে যে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন। সেই সঙ্গে বিজেপির তরফে অনন্ত মহারাজকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না আর। আগামী সোমবার জয়ী প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়া হবে বলে বিধানসভা সূত্রের খবর।
ফলে, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, সাকেত গোখলে সকলেই যাচ্ছেন রাজ্যসভায়। পাশাপাশি প্রথমবারের জন্য বাংলা থেকে বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। অনন্ত মনোনয়ন জমা দেওয়ার পর আরও একটি মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু এদিন সেই মনোনয়ন তুলে নেওয়া হয়। আর যে একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই আসনেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হবেন দিল্লির বাসিন্দা তথা সমাজকর্মী সাকেত গোখলে।