খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, বর্ধমান:
তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার বিজেপির এক পঞ্চায়েত প্রার্থী। সঞ্জয় হালদার ওরফে দুকুল নামে ওই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ।
জানা গেছে, অভিযুক্তের বাড়ি গলসি থানার আদড়াহাটি এলাকায়। গলসি-২ ব্লকের আদরাহাটি গ্রাম পঞ্চায়েতের আদরা গ্রামের ৪ নম্বর আসনে বিজেপি প্রার্থী সঞ্জয়। সূত্রের খবর, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রচারে গলসিতে এসেছিলেন সায়নী। অভিযোগ, সেই দিনই সায়নী ঘোষের সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী সঞ্জয়। বিকেলেই সঞ্জয়ের ফেসবুক প্রোফাইলে সায়নীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেখতে পান আদড়াহাটির বাসিন্দা তৃণমূল সমর্থক অশোক বাগদী। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন অশোক। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তাকে।
শুক্রবার অভিযুক্তকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে আগামী ২৭ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।