ওয়েব ডেস্ক, ২৪ ডিসেম্বরঃ ছবিটা পরিষ্কার হওয়ার পরেই দেখা গেল খোশমেজাজে রয়েছেন ঝাড়খণ্ডের আদিবাসী নেতা হেমন্ত সোরেন। নিজের বাড়িতে সাইকেল চালাতে দেখা গেল তাঁকে।বিজেপি নিয়ন্ত্রিত রাজ্যটিতে বড় জয় পেয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট। ৮১ আসনের বিধানসভার ৪৭টিতে জয় পেয়েছে এই জোট।
অন্যদিকে, গতবারের চেয়ে ১২ আসন খুইয়ে, বিজেপি পেয়েছে ২৫ আসন। এবারের নির্বাচনে বিজেপির অন্যতম জোটসঙ্গী শিবসেনাকে বাদ দিয়ে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী রাঘুবর দাশ। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন।যদিও সেরাজ্যে কয়েক রাউন্ড ভোট গণনা বাকি। কিন্তু ম্যাজিক ফিগার ৪১টি আসনের থেকে অনেক এগিয়ে বিরোধী জোট কংগ্রেস-জেএমএম-আরজেডি। তারপরেই সভাপতি অমিত শাহ বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ঝাড়খন্ডের মানুষের রায়কে শ্রদ্ধা করি। এবং পাঁচ বছর আমাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই”। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খন্ডের বিরোধী জোটকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। জেএমএম নেতাকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।