“এনআরসির নামে প্যানিক তৈরি করে বিজেপি সমর্থন চাইছে,মানুষ ক্ষিপ্ত হয়ে ২৬-এর ভোটে জবাব দেবে”কোচবিহারে তৃণমূলের মিছিল থেকে বিজেপিকে হুঙ্কার অভিজিৎ দে ভৌমিকের

40

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহারে ভুমিপুত্রকে উত্তমকুমার ব্রজবাসীকে অনুপ্রবেশকারী সন্দেহে নোটিশ তলব করল বিজেপি পরিচালিত অসম সরকার। এনআরসির নামে কোচবিহারের রাজবংশী নাগরিককে বা বঙ্গবাসীকে টার্গেট করেছে বিজেপি। এর প্রতিবাদে প্রতিবাদে কোচবিহারে মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার ষ্টেশন চৌপথী থেকে ওই মিছিল শুরু হয়। কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গুলি পরিক্রমা করে ষ্টেশন চৌপথীতে এসে ওই মিছিল শেষ হয়। এদিন ওই মিছিল নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলার অন্যান্য নেতৃত্বরা।

এদিন মিছিল শেষে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন,“এনআরসি প্যানিক তৈরি করে বিজেপি এখানে নিজেদের সমর্থন আদায় করতে চাইছে। এতে বুমেরাং হয়ে যাবে বিজেপি। বিজেপি যেটা ভাবছে অসমে আমাদের সরকার রয়েছে, এন আর সি নিয়ে তোমাদের কোন টেনশন করতে হবে না, বিষয়টা আমরা দেখে নেব,এটা কোনদিনও এই বাংলায় হবে না। এতে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে, মানুষ ক্ষিপ্ত হবে। এবং মানুষ ওই ক্ষোভের বহিঃর প্রকাশ ২০২৬ সালের বিধানসভার ভোটের ব্যালটে মধ্যে দিয়ে দেবে, দেখে নেবেন বলে জানান তিনি।”

তিনি আরও বলেন, ‘কোচবিহারে যেহেতু বিজেপি ধরাশয়ী হয়ে যাচ্ছে, নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে পারছে না, নিজেদের মন্ত্রী তৃনমূলের কাছে পরাজিত হয়ে গেছে, রাজবংশী মানুষের সমর্থন আসতে আসতে হারিয়ে ফেলেছে। লোকসভা ভোটে যেমন ব্যাপক সংখ্যায় রাজবংশী মানুষের ভোট তৃণমূল পেয়েছি বা রাজবংশীদের সমর্থন মমতা বন্ধোপাধ্যায় পেয়েছে। তৃণমূল থেকে রাজবংশীদের ফিরিয়ে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে। যাতে রাজবংশী মানুষরা আতঙ্কিত হয়ে স্থানীয় বিজেপিকে ধরে বলবে ভাই আমাকে অসম সরকারকে বল আমাকে বাঁচাও। এটা হবে না। এটা যেহেতু যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী, তাই যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী লঙ্ঘন কোন সিদ্ধান্ত আমরা বাংলায় মেনে নেব না বলে জানান তিনি।’