কোচবিহার, ৩১ জুলাইঃ এনআরসি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই পটভূমিতেই বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেতা ও কোচবিহারের অন্যতম মুখ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাঁর স্পষ্ট মন্তব্য,”আসামে এনআরসির নামে বাঙালিদের উপর আক্রমণ চলছে, এবার সেই ষড়যন্ত্র কোচবিহারেও টেনে আনা হচ্ছে। কোচবিহার জেলাকে নিশানা করেছে বিজেপি।”
এনআরসির নোটিশ পাওয়া তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের প্রথম খন্ড বাঁশরাজা শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ৯/২৬ নং বুথ এলাকার বাসিন্দা মোমিনা বিবির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং দেখা করেন তিনি।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দে ভৌমিক জানান,“আসামে যেভাবে বাঙালিদের নাম বাদ দিয়ে তাঁদের ডি-ভোটার করে ভয় ধরানো হয়েছে, এবার সেই পথেই কোচবিহারে শুরু হয়েছে এনআরসি নোটিশ পাঠানোর খেলা। বিজেপি চায়,কোচবিহারের মানুষ আতঙ্কে থাকুক। কিন্তু আমরা তা হতে দেব না।”
তিনি আরও দাবি করেন, “এই যে ষড়যন্ত্র চলছে, মানুষ সব বুঝে গিয়েছে। মানুষ এর যোগ্য জবাব দেবে। এবার বিধানসভা ভোটে দেখবেন কোচবিহারে বিজেপি হবে ৯-০ হয়ে গেছে।”
তৃণমূলের জেলা সভাপতির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, শাসকদলের কৌশলী অবস্থান স্পষ্ট—এনআরসি নিয়ে সুর চড়িয়ে বিজেপিকে রাজনৈতিক ভাবে শেষ করাই তাদের লক্ষ্য।
তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে,এনআরসি ইস্যুতে জেলা জুড়ে জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে। অভিজিৎবাবুর এই মন্তব্য সেই larger narrative-এরই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে কোচবিহারে একের পর এক বাসিন্দা এনআরসি নোটিশ পাওয়ার খবর প্রকাশ্যে আসায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। এরই মাঝে অভিজিৎ দে ভৌমিকের ৯-০ হুঁশিয়ারি নিঃসন্দেহে জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মত বিশ্লেষকদের।




