কোচবিহারে বনধ সফল করতে মরিয়া চেষ্টা বিজেপির,গাড়ি আটকাতে গিয়ে আটক বিজেপির দুই বিধায়ক

0
59

মনিরুল হক, কোচবিহার,২৮ আগষ্ট: ছাত্র সমাজের উপর পুলিশি অত্যাচার ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। সেই বনধ সফল করতে মরিয়া চেষ্টা বিজেপির। বনধ কোনভাবে মানবে না শাসক দল। সেই বনধকে সফর করতে কোচবিহার সরকারি বাস স্ট্যান্ডের সামনে গাড়ি আটকাতে যায় বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় ও নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এরপরেই সেখানে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা  করলে বাস স্ট্যান্ডের সামনে তারা বসে পড়ে। পরে ওই দুই বিধায়ক সহ বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বন্‌ধ সর্বাত্মক ভাবে পালন করতে নানা পরিকল্পনাও নিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার বন্‌ধ সফল করতে সকাল থেকেই পথে নামবে তারা। শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ, গাড়ি আটকানো, পথ অবরোধ করা জন্য রাস্তায় দেখা গিয়েছিল বিজেপির নেতানেত্রীদের।

এদিন এবিষয়ে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন গতকাল আমাদের রাজ্য সভাপতি এই ১২ ঘণ্টার বনধ ডেকেছে। সেই বনধকে সমর্থন করে আজ আমি ও তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতি রাভা রায় আরও কর্মী সমর্থকরা মিলে আমরা বনধকে সমর্থনে প্রতিবাদ করতে আজ এনবিএসটিসির বাস স্ট্যান্ডের সামনে এসেছিলাম, তখন মমতা বন্দোপাধ্যায় এর দলদাশ পুলিশ বলছে আমাদের গ্রেপ্তার করবে। কিন্তু ১৪ তারিখ আর জি করের ভাঙচুরের ঘটনার দিন পুলিশদের সেখানে দেখা যায়নি। তারা আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাক, কিন্তু আমাদের এই বনধ জারি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here