খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, কলকাতাঃ লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। সরিয়ে দেওয়া হল ১৩ জেলা সভাপতিকে। রবিবার নতুন করে ৪৩ জেলা সভাপতির নাম ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাতে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বারাসত, বনগাঁ, ব্যারাকপুর, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, হাওড়া শহর, তমলুক, কাঁথি, আরামবাগ, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার সভাপতিদের বদলে দেওয়া হয়েছে। কোচবিহার জেলার সভাপতি পদে রয়েছেন সুকুমার রায়, আলিপুরদুয়ারে মনোজ টিজ্ঞা, জলপাইগুড়ি-বাপি গোস্বামী, শিলিগুড়ি অরুণ মণ্ডল, দার্জিলিং-কল্যাণ দেওয়ান, উত্তর দিনাজপুর-বাসুদেব সরকার, দক্ষিণ দিনাজপুর- স্বরূপ চৌধুরী, মালদা উত্তরের উজ্জ্বল দত্ত এবং মালদা দক্ষিণের সভাপতি হচ্ছেন পার্থসারথি ঘোষ।
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের দুটি সাংগঠনিক জেলাতেই বদলেছে সভাপতি। তমলুক জেলা বিজেপির সভাপতি হয়েছেন তাপসী মণ্ডল, কাঁথির জেলা সভাপতি হলেন অরূপ কুমার দাস। বদলেছে পাশের পশ্চিম মেদিনীপুরের ও ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতিও। ঘাটালের হলেন তন্ময় দাস, মেদিনীপুর জেলা বিজেপির জেলা সভাপতি হলেন তাপস মিশ্র।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার জেলা সভাপতিদের তালিকা ঘোষণার পরে প্রতিটি জেলাতেই নতুন কমিটি তৈরি হবে। তার নীচে মণ্ডল কমিটিতেও হবে রদবদল। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরই দিল্লি থেকে ব্লক ও জেলাস্তরে সংগঠনে রদবদলের নির্দেশ দেওয়া হয়েছিল।
গত শনিবারই বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল হয়েছে। -সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে সুনীল দেওধরকে।