উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা! বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভে সামিল বিজেপি

21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতা:  উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকার বঞ্চনা করছে অভিযোগ তুলে আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিনের কর্মসূচি পাঢ়িত হয়।। বৃহস্পতিবার প্রবল বৃষ্টি মাথায় নিয়েই বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা-অবস্থান দেখাল বিজেপি।

বিজেপির বক্তব্য, রাজ্য সরকার উত্তরবঙ্গের ক্ষেত্রে যে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার কোনওটাই পূরণ করেনি। শুভেন্দু অধিকারী বলেন, “উত্তরবঙ্গের মানুষ এইমস চান, কেন্দ্রীয় সরকার এইমস দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিতে চান না। উত্তরবঙ্গের হিলি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রকল্পের জন্য জমি দেয়নি রাজ্য। উত্তরবঙ্গের মানুষকে কথা দেওয়া হয়েছিল ওখানে সচিবালয় হবে। উত্তরবঙ্গের কোনও মানুষ কলকাতায় আসবে না। সচিবালয় একটা ভূতের আখড়া। কোনও দফতরের প্রধান সচিব, সচিব বসেন না। উত্তরবঙ্গের মানুষকে বহু টাকা খরচ করে কলকাতায় আসতে হয় সামান্য কাজের জন্য।”

শুভেন্দুর আরও বক্তব্য, ভাঙন রুখতে রাজ্য কেন্দ্রকে কোনও প্রস্তাব পাঠায়নি। নদী ভাঙনে কোনও কাজও হয়নি। গত ১৩ বছরে উত্তরবঙ্গে শিল্প, এমনকী অনুসারি শিল্পও তৈরি হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।

যদিও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন তা রেকর্ডেড। তৃণমূলের আমলে উত্তরবঙ্গের যা উন্নয়ন হয়েছে তা এর আগে কেউ কোনোদিন দেখেনি।  তারপরও যদি কেউ যদি বলে উত্তরবঙ্গের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে কিছু বলার নেই। ”