উত্তরপ্রদেশে প্রকাশ্য রাস্তায় বিজেপি নেতাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

74

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, কলকাতাঃ প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক বিজেপি নেতার। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনা। মৃতের নাম অনুজ চৌধুরি (৩৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় মোরাদাবাদে অনুজের বাড়ির বাইরেই তাঁকে গুলি করে পালিয়ে যায় তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।

বিজেপি নেতাকে খুনের সেই দৃশ্য ধরা পড়েছে তাঁর বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির বাইরে অন্য এক পরিচিতের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলেন অনুজ। আচমকাই বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।

সঙ্গে সঙ্গে অনুজকে মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অনুজের পরিবার জানিয়েছে, অনুজ সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি সম্বলের আসমলি ব্লকের প্রধান নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান।

তাই এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণকেই দায়ী করছেন পরিবারের সদস্যেরা। আপাতত চারজন সন্দেহভাজনের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।