মনিরুল হক,কোচবিহার: গুলিবিদ্ধ তৃণমূল নেতা তথা কোচবিহার ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে-র শারিরীক অবস্থার খোঁজ নিতে বেসরকারি হাসপাতালে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তার সঙ্গে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সেখানে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতার সঙ্গে দেখা করে কথা বলেন এবং তার শরীরের খোঁজ খবর নেন। এবং দল তার সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।
এবিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমাদের দলের নেতা তথা কোচবিহার ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে-র শারিরীক অবস্থার খোঁজ নিতেই এখানে আসা। এখানে এসে তার সঙ্গে দেখা করে কথা বললাম।
তৃণমূল নেতার গুলিকান্ডে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের পুত্র জড়িত এবং তাকে গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী উদয়ন গুহ বলেন, তাদের গোটা পরিবারটাকে গ্রেপ্তার করা উচিত ছিল। যেমন বাবা তেমন তার ছেলে। কেন একজনকে গ্রেপ্তার করেছে তা জানি না। দুই ছেলে ও বিধায়ককেও গ্রেপ্তার করা উচিত ছিল। তবে তাদের এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। এবং এর খেসারত দিতে হবে। যদি মনে করে গুন্ডামি করে কোচবিহার দখল করবে, তাহলে বিজেপি ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূল উত্তর বিধানসভায় কেন গণ্ডগোল করবে। বিজেপি বিধায়ক বুঝে গেছে তার পায়ের তলার মাটি সরে গেছে, তাই সে ওই এলাকায় গণ্ডগোল করাচ্ছেন। ওই গাড়িটি কার সেটা সবাই জানে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে,পুলিশও পেয়েছে। বর্তমানে সেই গাড়িটি পুলিশের হেফাজতে একই সাথে মন্ত্রী জানিয়েছেন, দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে।
উল্লেখ্য,কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঝিনাইডাঙা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কালো রঙের একটি স্করপিও গাড়ি করে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। সেখানে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে রাজু সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে উত্তর বিধানসভার চকচকা,খোল্টা মরিচবাড়ি ও পুণ্ডীবাড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই বিক্ষোভে সামিল হন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃতেরা। ইতি মধ্যেই পুলিশ তদন্তে নেমে কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও গাড়ির চালক উত্তম গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। আরো দুজনের খোঁজে তল্লাশি করছে পুলিশ বলে জানা গিয়েছে। তারপর আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতা তথা গুলিবিদ্ধ কোচবিহার ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে-র শারিরীক অবস্থার খোঁজ নিতে বেসরকারি হাসপাতালে পৌঁছান। সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।