এসএসকেএমে প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়

19

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কলকাতা: প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ। কিন্তু রবিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকালে সেখানেই তিনি মারা যান।

জানা গিয়েছে, ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বিষ্ণুপদ রায়। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ফুসফুস ও পাঁজরে বাতাস জমে ছিল বিধায়কের। সেই কারণেই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। রবিবার রাতে এসএসকেএমে অস্ত্রোপচার করা হয়। ডাক্তাররা জানান, অপারেশন করে বাতাস বের করে দেওয়া হয়েছে। তার পরে শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল বিষ্ণুপদবাবুর। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর।

২০২১ সালে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে হারিয়ে বিধায়ক হন বিষ্ণুপদবাবু। সেই প্রথম ধূপগুড়িতে কোনও বিজেপি প্রার্থীর জয়লাভ। বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জানা গেছে, বিধায়কের দেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে। সেখানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ আনা হবে বিধানসভায়। সেখানে শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাঁর দেহে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাব। এরপর দেহ আজকের মধ্যেই ধূপগুড়িতে পৌঁছবে বলে স্থানীয় সূত্রে খবর।