খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুন, নয়াদিল্লি: রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে অনন্ত মহারাজকে প্রার্থী করল বিজেপি। বুধরার দলের তরফে এখবর জানানো হয়েছে। জানা গিয়েছে, তাঁকে প্রার্থী করার ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপারিশ করেছিলেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও অনন্ত মহারাজের নাম প্রস্তাব করেছিলেন। তবে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
গতকাল যখন পঞ্চায়েত ভোটের গণনা চলছিল, সেই সময়েই অনন্ত মহারাজের চকচকার বাড়িতে যান নিশীথ প্রামানিক। নিশীথ জানিয়েছিলেন, অনন্তকে প্রাথী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। অনন্ত মহারাজ কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি। উত্তরবঙ্গে রাজবংশী ভোটে তাঁর বৃহত্তর প্রভাব রয়েছে। কোচবিহারকে পৃথক রাজ্য হিসাবে মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই বাংলার সাত রাজ্যসভা আসনে হতে চলেছে নির্বাচন। তার জন্য ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল।