লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এবার মাসিক ভাতা পাবেন দিল্লির মহিলারাও, নির্বাচনি ইস্তাহারে বড় চমক বিজেপির

90

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নাড্ডা জানালেন, দিল্লিতে ক্ষমতায় এলে তাঁর দল ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেবে।

পাশাপাশি, প্রতি ৫০০ টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে। রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকারও। এছাড়াও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। গর্ভবতী মহিলাদের ৩০ হাজার টাকা সাহায্য, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তী ২৫০০ টাকা করে দেওয়া হবে। এবং বৃদ্ধাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে।

অটল ক্যান্টিনের মাধ্যমে ঝোপড়িবাসীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা। এবং কেজরিওয়াল সরকার যে প্রকল্প চালু করেছেন, যেমন বিনামূল্যে বিদ্যুৎ, জল ও মহিলাদের ফ্রি বাস পরিষেবা তা চালু থাকবে বিজেপির সরকার ক্ষমতায় এলেও। দিল্লির আপ সরকার তাদের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে।

আপ সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, দিল্লিতে ক্ষমতা পুনর্দখল করলে তারা মহিলাদের মাসে ২১০০ টাকা অনুদান দেবে। তার পাল্টা কংগ্রেস ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। এ বার অনুদানের অঙ্কের প্রতিশ্রুতিতে কংগ্রেসকে ছুঁয়ে ফেলল বিজেপি। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।