মালদায় মহিলা হেনস্তা কাণ্ডের প্রতিবাদে টানা ১৬ ঘণ্টা ধর্নায় বিজেপি সাংসদ

0
32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, মালদাঃ মালদার বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া হাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনার পর গোটা জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদে শনিবার দুপুর দুটো থেকে মালদা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।

নেতৃত্ব দেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শনিবার দুপুর ২টো থেকে রবিবার সকাল পর্যন্ত ১৬ ঘণ্টা হতে চলল এখনও পুলিশ সুপারের অফিসের সামনে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি।

রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খগেন মুর্মু জানান, ১৬ ঘন্টা অতিক্রম করল তাদের এই আন্দোলন। এই আন্দোলন চলতেই থাকবে। পুলিশ সুপারকে এসে তাঁর সঙ্গে দেখা করতে হবে এবং নালাগোলা ফাঁড়ির অভিযুক্ত আধিকারিককে সাসপেন্ড করতে হবে।

এদিকে ধরনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাঙানো ত্রিপল খুলে ফেলার চেষ্টা করে পুলিশ। সেই সময় বিজেপি কর্মীরা বাধা দেয়। এরপর পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ ওঠে। পাশাপাশি, কয়েকজন বিজেপি মহিলা কর্মীদের হেনস্তা করারও অভিযোগ উঠেছে। এই বিষয়ে পুলিশ সুপারের বিরুদ্ধে লোকসভায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।

ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ সুপার অফিসের সামনে। মালদা জেলার পাকুয়াহাট এলাকায় দু’জন মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। মণিপুরের ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা  গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু করেছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here