খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, তুফানগঞ্জ:
খাপাইডাঙার কালজানি গ্রামের গণ ধর্ষণে কিশোরীর মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ মিছিল বের করল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলটি বিজেপির তুফানগঞ্জ মহকুমা কার্যালয় থেকে শুরু হয়ে তুফানগঞ্জ শহরের বাজার মোড় হয়ে রানীরহাট বাজার পরিক্রমা করে ফের বিজেপির মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি অনিমেষ গোস্বামী, বিজেপি নেতা উৎপল সরকার সহ অন্যান্যরা। গত ১৮ জুলাই খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানির বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। বুধবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।