খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন , ধূপগুড়ি: উত্তরবঙ্গের ধূপগুড়ির ভান্ডানী হাটের ভান্ডানীমায়ের পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করল বিজেপি। জানা গিয়েছে, ধূপগুড়ি পশ্চিম মন্ডলের সভাপতি কমলেশ সিংহ রায় এবং সাধারণ সম্পাদক পদ্মলোচন রায় সহ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা এদিন ভান্ডানী পূজো দিতে আসেন। ছিলেন এলাকার নেতৃত্ব এবং প্রায় শতাধিক বিজেপি কর্মী । পুজো দিয়ে প্রচার শুরু করবেন বলে জানান বিজেপি নেতারা। পুজোর শেষে লাড্ডু বিতরণ করা হয়। এদিনের প্রচারে এসে বিজেপি নেতারা তৃণমূলের বিরোধিতা করে বলেন, ‘বাংলার অশুভ শক্তিকে বিদায় জানাতে মায়ের পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করা হলো।’ তৃণমূলের বিরোধিতা করে বিজেপি নেতা কমল সিংহ রায় জানান, তৃণমূল নেতাদের প্রচারের মাঠে দেখা যায় না। তারা গোজ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য উঠে পড়ে লেগেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জলপাইগুড়ি জেলার তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নুরজাহান বেগম সম্পর্কে তিনি জানান, তিনি একজন বহিরাগত মানুষ। সাধারণ মানুষ চোর দুর্নীতিবাজ তৃণমূলকে আর ভোট দেবেন না। বাংলার এই অশুভ শক্তিকে পরাজিত করতে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন।
ভান্ডানীমায়ের পুজো দিয়ে ধূপগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু বিজেপির
Date:
Share post: