কোচবিহার, ২৮ আগষ্ট: নবান্ন অভিযানে ছাত্র সমাজের উপর পুলিশের অত্যাচার ও বাংলায় নারীদের নিরাপত্তা,ন্যায্য বিচার এবং বাংলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধের সফল করতে মরিয়া চেষ্টা বিজেপির। অন্যদিকে বনধের যাতে কোনভাবে বিজেপি করতে না পারে সেই কারণে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই কারণে কোচবিহার শহরের বিভিন্ন মহকুমায় বনধে প্রভাব খাটানোর চেষ্টা করেছে বিজেপি। যদিও আজ পুলিশ এতটাই তৎপর ছিল যে,বনধের সমর্থন কারীরা যেখানে পথ অবরোধ,গাড়ি আটক করেছে সেখান থেকেই তাদের আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
এমতাবস্থায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা সরকারি বাস টার্মিনাস থেকে একটি এনবিএসটিসি বাস কোচবিহার হয়ে আলিপুরদুয়ারের বারোভূসার দিকে যাচ্ছিল। সেই সময় মাথাভাঙ্গা সীতাই মোড় বেলতলা এলাকায় ওই সরকারি বাসটিতে বনধ সমর্থনকারী তিন বিজেপি কর্মী ওই গাড়িটিতে পাথর ছুঁড়ে মারে। ওই ঘটনায় সরকারি বাসটির সামনের গ্লাস ভেঙে যায়। পরে বাসটিকে ঘুরিয়ে ফের ডিপোতে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে সরকারি বাসের চালক জানান, আমি সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ মাথাভাঙ্গা সরকারি বাস টার্মিনাস থেকে গাড়িটি নিয়ে বের করে কোচবিহার হয়ে আলিপুরদুয়ারের বারোভূসা যাওয়ার কথা ছিল। মাথাভাঙ্গা সিতাই মোড় পার করে বেলতলা নামক বাসস্টপে যাওয়া মাত্র তিন জন লোক এসে গাড়ির সামন থেকে পাথর ছুড়ে মারে। তারপর ওই গাড়িটির সামনের বড় গ্লাসটা ভেঙে যায়। আমার কোন ক্ষতি হয়নি। পরে পুরো বিষয়টা স্যারকে জানিয়েছি। এখন গাড়ি নিয়ে ডিপোতে ফেরত যাচ্ছি। কর্তৃপক্ষ যা বলবে সেটাই করতে হবে।
এদিন এবিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, আজকে বিজেপির ডাকা এই কর্মনাশা অনৈতিক বনধকে ব্যর্থ করতে আজ সাধারণ মানুষ পথে নেমেছে। এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সমস্থ পরিষেবা স্বাভাবিক রয়েছে। আমাদের দূরপাল্লার সমস্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোন বড় ধরনের ঘটনা এখনও আমাদের নজরে আসেনি। শুধুমাত্র মাথাভাঙ্গা থেকে কোচবিহারগামী একটি বাস যখন কোচবিহারের দিকে যাচ্ছিল তখন সকাল সাড়ে ৭ টার সময় মাথাভাঙ্গা অদূরে গলি থেকে পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙ্গে দেয়।
অন্যদিকে ফারাক্কায় কিছু বনধ সমর্থককারীরা গাড়ি আটকায় পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। অন্যদিকে বালুরঘাটেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু পুলিশ সেটাও আটকে দেয়। সাধারণ মানুষ বনধ ব্যর্থ করেছে। এখন আমাদের সমস্ত ডিপোতে বাস পরিষেবা স্বাভাভিক রয়েছে। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা প্রয়োজনে আরও বেশি পরিষেবা দিতে রাজি।