খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, তুফানগঞ্জ: তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ ২ ব্লকের নয়ার হাট তুরকানির কুঠি এলাকার ঘটনা। জখম ব্যক্তির নাম অমূল্য আর্য।
জানা গিয়েছে, গতকাল রাতে মিটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ অমূল্যবাবুর। মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি সেলাইও পড়ে মাথায়। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে তাঁরা এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেননি।