খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, মালদাঃ এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘির গ্রামে। মৃতের নাম বুরন মুর্মু। ঘটনায় ছেলে বিপ্লব মুর্মুর বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ উঠেছে।
বুরন মুর্মু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাঁর পুত্রবধূ তথা বিপ্লবের স্ত্রী তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। স্হানীয়দের অভিযোগ, স্ত্রী হেরে যাওয়ায় প্রায়ই বাড়িতে অশান্তি করতেন বুরনের ছেলে বিপ্লব। বাবা যেহেতু বিজেপি করেন, তাই বাবার সঙ্গে ঝামেলা লাগত। সেই ঝামেলার কারণেই বাবাকে খুন করেছেন ছেলে, এমনই দাবি প্রতিবেশীদের।
শনিবার বুরনের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বিজেপির কাছে হেরে যাওয়ার আক্রোশ ছেলে বাবাকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জানা গেছে, ঘটনার পর থেকেই ‘নিখোঁজ’ ছেলে। পুলিশ এসে পুত্রবধূ শর্মিলা মাড্ডিকে আটক করেছে পুলিশ।