বিধ্বংসী অগ্নিকাণ্ড বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে, ভস্মীভূত ৪০টি নৌকো

0
27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, বিশাখাপত্তনমঃ মাঝরাতে বিধ্বংসী আগুন লাগল বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে। ঘটনায় পুড়ে ছাই অন্তত ৪০টি নৌকা। যদিও ঘটনায় কেউ হতাহত হননি তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, অন্তত ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে।

বিশাখাপত্তনম পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সাড়ে ১১টা নাগাদ বন্দরে দাঁড়িয়ে থাকা একটি নৌকায় বিস্ফোরণ হয়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। পর পর নৌকাগুলিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমেই সরিয়ে দেওয়া হয় নৌকার আশেপাশে থাকা মৎস্যজীবীদের।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীদের অনুমান, নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি নৌকাগুলিকে। অন্তত ৪০ টি নৌকা ভস্মীভূত হয়ে যায়। আগুন কী ভাবে লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here