জলপাইগুড়িতে ডোবা থেকে উদ্ধার মহিলার দেহ

40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, জলপাইগুড়ি: ডোবা থেকে উদ্ধার করা হল এক মহিলার মৃতদেহ। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন রাখালদেবী এলাকায়।

জানা গেছে, মৃত মহিলা‌র নাম মঞ্জু মজুমদার। তাঁর স্বামী‌র নাম বঙ্কিম মজুমদার। মৃতার আত্মীয় জানান, দীর্ঘদিন ধরেই মানসিক‌ভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। খেতে হত ওষুধও। তবে সম্প্রতি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। খাবার‌ও ঠিকমতো খেতেন না। এজন্য শরীর ক্রমশই দুর্বল হয়ে পড়েছিল।

যদিও ডোবার জলে তিনি কিভাবে পড়ে গিয়েছেন তা বুঝে উঠতে পারছেন না কেউ। এই ঘটনা হত্যা নাকি আত্মহত্যা তাও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।