খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, কলকাতা: নিজের ঘরেই, খাটের নীচে উদ্ধার হল মহিলার গলাকাটা দেহ। গল্ফগ্রিন থানার অদূরে রাজেন্দ্র প্রসাদ কলোনির ঘটনা। কী ভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়ৈছে বছর তিরিশের ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকতেন। স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন তরুণী। তাঁর মা-ও একটি দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেহ উদ্ধারের পর, প্রাথমিক অনুমান, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে। দেহে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের দাগ মিলেছে বলেও জানা গিয়েছে। যদিও কে এই খুনের সঙ্গে জড়িয়ে, কী কারণে এই খুন, তা জানা যায়নি এখনও। তদন্তের স্বার্থে পুলিশ অস্ত্রগুলির খোঁজ চালাচ্ছে।