খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, ইসলামাবাদঃ পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ঘটনা। ওই বিস্ফোরণে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২৩ জন।
তাঁদের মধ্যে অন্তত ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার কাজ চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
প্রাথমিক রিপোর্টে এটাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে খার শহরে ‘জামিয়াত উলেমা-ই-ইসলাম-এফ’ (জেইউআই-এফ) নামক একটি সংগঠনের সমাবেশ ছিল। সংগঠনের অন্তত ৪০০ কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন। আচমকা সেখানে বোমা বিস্ফোরণ হয়।
এই ঘটনায় এখনও ৩৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২৩ জন। স্থানীয় সূত্রে দাবি, বোমা হামলায় স্থানীয় এক জেইউআই-এফ নেতার প্রাণ গিয়েছে। কে বা কারা এই বিস্ফোরণের ঘটনায় জড়িত তা স্পষ্ট নয়। তবে এর পেছনে আইসিসের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।