খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, ময়নাঃ ভোট গণনার দিন বোমা বিস্ফোরণে উড়ে গেল এক বৃদ্ধের হাত। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকার ঘটনা। বোমা বিস্ফোরণ গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। আহতের নাম গুরুপদ ভুঁইয়া (৬৪)। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান গ্রাম আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপরই স্থানীয়রা দেখতে পান বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গুরুপদ। বৃদ্ধের পরিবার জানিয়েছে, দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা। স্থানীয়রা দাবি করেছেন বাঁশবাগানে বোমা রাখা ছিল। বাঁশ কাটার সময় কোনওভাবে ওই বোমা ফেটে যায়। বিস্ফোরণে গুরুপদের বাম হাতের কব্জি সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে। কপাল এবং মাথাতে চোট পেয়েছেন তিনি। গুরুতর জখম অবস্থায় এরপর ওই বৃদ্ধকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার জেরে শোরগোল পড়েছে এলাকায়।