খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে প্রাণ গেল যুবকের। শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। মৃতের নাম পরিতোষ মণ্ডল। জানা গিয়েছে, তিনি তৃণমূল কর্মী। ঘটনায় জখম আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরিতোষের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর এক যুবককে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।