খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, দিনহাটা: দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা একটি বোমা। দিনহাটার পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৫১ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আসাদুল মিঁয়া। এদিন সকালে তাঁর বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জোট প্রার্থী ও তাঁর গোটা পরিবার।
জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা আসাদুলের বাড়ির সামনে তাজা একটি বোমা পড়ে থাকতে দেখেন। তাঁকে জানানো হলে তিনি এবং তাঁর পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। দ্রুত খবর পাঠানো হয় দিনহাটা থানায়। পুলিশ এসে বোমাটিকে নিষ্ক্রিয় করে। ঘটনা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আসাদুল। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি কারা ঘটিয়েছে সেই বিষয়ে এখনোও পর্যন্ত জানতে পারা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।