খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, সিতাই: পঞ্চায়েত ভোটের মুখে বড়সড় সাফল্য জেলা পুলিশের। শনিবার দুপুরে সিতাইয়ের মোড় ভাঙ্গা আদাবারি এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হল তিনটি তাজা বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে আদাবাড়ি এলাকার সন্তোষ দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ পিস জর্দার কৌটো, লোহার স্প্রিন্টার ৩ কেজি, লোহার বল ৩ কেজি, মার্বেল ২ কেজি, চকলেট বোমা দেড়শ পিস, লোহার পিন এক থেকে দুই কেজি পাটের স্ট্রিং রোল ছয়টি। ঘটনাস্থল থেকে সুব্রত দাস নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্তোষ দাস ও সুব্রত দাসের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই বাড়িতে এত বোমা তৈরির সরঞ্জাম কোথা থেকে এলো তা তদন্ত করে দেখছে পুলিশ।