খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, তুফানগঞ্জ: বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত জোড়া মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ৯/১৩০ নং বুথের বিজেপি প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্হলে বক্সিরহাট থানার পুলিশ পৌঁছে বোমাটি উদ্ধার করে।
সুমিত দাসের অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়েছে। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ জানিয়েছেন, ভোটের আগে মানুষের সহানুভূতি পেতে নিজের বাড়ির সামনে বোমা রেখেছেন ওই বিজেপি প্রার্থী।