খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, নদিয়া: বিএসএফকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার ঘটমায় উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ধানতলা। বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএসএফ জওয়ানদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। ইছামতি বর্ডার আউটপোস্টের কাছে রাতের অন্ধকারে বোমা ছোড়ার পর পাল্টা গুলি চালায় বিএসএফ-ও। বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে এলে তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই আচমকা পাচারকারীরা বোমা, অস্ত্র এবং পাথর দিয়ে হামলা চালায়। ঘটনায় অন্তত ৫-৬ জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। প্রসঙ্গত, মাসখানেক আগেও ধানতলা এলাকায় গরু পাচারকারীদের আটকাতে গুলি চালাতে হয়েছিল বিএসএফকে।