খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, মাথাভাঙ্গা: দিনহাটার পর এবার মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা পচা ঘর গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটির ২/২৭১ নম্বর বুথের সিপিএম প্রার্থী কাউসার আলম মিয়ার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ওই একই বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রম দত্ত বেশ কয়েকদিন আগে কাউসার আলম মিয়ার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন। বুধবার ভোরে কাউসারের বাড়িতে দুটি বোমা মারা হয়। কিন্তু বৃষ্টি থাকার কারণে বোমা দুটি ফাটেনি। দুটি সকেট বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। কাউসার আলম মিয়া জানান, দীর্ঘদিন থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি এবং ভয় দেখাচ্ছিল তৃণমূল। কিন্তু তিনি কর্ণপাত না করায় তাঁর বাড়ির উপরে হামলা হয়।
অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রম দত্ত জানান, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন সিপিএম প্রার্থী। নির্বাচনে প্রচুর ভোটে হারবেন জেনে অযথা খবরের শিরোনামে আসার চেষ্টা করছেন তিনি। ঘটনার এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।